ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মিরসরাইয়ে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
মিরসরাইয়ে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন মিরসরাইয়ে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

মিরসরাইয়ে হাজী আবদুর রশিদ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়।  

মসজিদটি এর আগে হলুদ মসজিদ নামে পরিচিত ছিল।

আগের আধাপাকা হলুদ মসজিদটি ভেঙে সেখানে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে নান্দনিক একটি আর্কিটেক্টচারাল মসজিদ নির্মাণ করা হয়েছে।  

উপজেলার জোরারগঞ্জ থানার ৫ নং ওছমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে প্রায় এককভাবে কোটি টাকা ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন ওই এলাকার কৃতী সন্তান বারইয়ারহাট শেফাইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এ ফারুক।  

শুক্রবার ছিলো তার বাবা, মা ও বোনের মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ৬ এপ্রিল চট্টগ্রাম শহর থেকে সপরিবারে বাড়ি আসার সময় পথে হানাদারবাহিনীর অতর্কিত গুলিবর্ষণে ডাক্তার এস এ ফারুকের বাবা, মা ও একমাত্র বোন ঘটনাস্থলেই শহীদ হন।  

মসজিদ উদ্বোধন এবং বাবা-মা ও বোনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার হাজার মানুষের জেয়াফতের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভিসিসহ মিরসরাইয়ের দুই পৌরসভার মেয়র, ওসি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীলসমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, এটা মিরসরাইয়ের সর্বপ্রথম আর্কিটেক্টচারাল মসজিদ।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।