ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

স্পেনের মুসলিমদের জন্য কোরআন অনুবাদ করল তুরস্ক

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
স্পেনের মুসলিমদের জন্য কোরআন অনুবাদ করল তুরস্ক স্পেনের মুসলিমদের জন্য কোরআন অনুবাদ করল তুরস্ক

তুরস্কের একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে স্পেনের মুসলমানদের মাঝে বিতরণের জন্য কোরআনে কারিমের ৩ হাজার পাণ্ডুলিপি দেওয়া হয়েছে।

স্পেনিশ ভাষায় অনুদিত কোরআনের এসব পাণ্ডুলিপি স্পেনের গ্রানাডা এবং অ্যাশবির শহরে বসবাসরত মুসলমানদের মাঝে বিতরণ করা হয়।  

এই কর্মসূচির প্রতি অন্য মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে তুর্কি ওই সংগঠনটি বলছে, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, সব মানুষের কাছে পবিত্র কোরআনের বার্তা পৌঁছে দেওয়া।

উল্লেখ্য, ‘আমার উপহার একটি কোরআন’ নামের কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন ভাষায় ২ কোটি অনুদিত কোরআনের পাণ্ডুলিপি বিতরণ করা হবে।  

ইতোমধ্যে ২৭টি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ সম্পন্ন করে বলকানস, মধ্য-এশিয়া, ল্যাটিন আমেরিকা, ককেশাস, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১ কোটির মতো পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।  

এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন ভাষা এবং উপভাষায় যারা কথা বলেন; তাদের বোঝার সুবিধার্থে তাদের হাতে এসব অনুদিত কোরআনে কারিমের পাণ্ডুলিপি তুলে দেওয়া।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।