ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

দেশে ফিরলেন কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ হেলাল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
দেশে ফিরলেন কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ হেলাল

দেশে ফিরেছেন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন।

আজ (১৪ নভেম্বর) বিকেল পাচঁটায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।



বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী।

হাফেজ হেলাল আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন। পুরস্কার হিসাবে হেলাল পেয়েছেন ৭৫ হাজার সৌদি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮০টি দেশের হাফেজরা এতে অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সৌদি আরবের প্রতিযোগী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল। প্রধান বক্তা ছিলেন পবিত্র হারাম শরীফের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন সৌদি আরবের ধর্মমন্ত্রী সালেহ বিন আবদুল আজিজ বিন আশ শায়েখ। অনুষ্ঠানের মক্কা-মদিনার আলেম, শিক্ষাবিদ ও বিদেশি রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

হাফেজ হেলাল উদ্দিন যাত্রাবাড়ীর উত্তর দনিয়ার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র । তার বাড়ী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোবরদি বররাগাদী (নুরপুর) গ্রামে।

সে হাফেজ মাওলানা মোঃ মঈনুদ্দীন ও আলেমা মারুফা হোসাইনের ছেলে।

হেলাল এ বছর রমজান মাসে বাংলাভিশনে প্রচারিত আল কোরআনের আলো প্রতিযোগিতায়ও প্রথম স্থান লাভ করেছিল।
 


বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএ

** আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হেলাল তৃতীয়


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।