ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইসলাম

শীতকালে জামাতে ফজর-এশা আদায়ে মিলে বহুগুণ সওয়াব

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
শীতকালে জামাতে ফজর-এশা আদায়ে মিলে বহুগুণ সওয়াব

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের জন্য শীতকাল হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা ইসলামে এ সময়টিকে ইবাদতের জন্য উপযুক্ত মওসুম বলা হয়েছে।

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং (আল্লাহর নিকট) তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল! নবী (সা.) তখন বলেন, (শীত বা অন্যকোনো) কষ্টকর মুহূর্তে ভালোভাবে ওজু করা। (সহিহ মুসলিম: ২৫১)

অন্য হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ২ ঠাণ্ডার সময়ের নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে’। (বুখারি: ৫৭৪)

হাদিসে ২ ঠান্ডার নামাজ বলতে উদ্দেশ্য হলো- এশা ও ফজর। হাদিসে দেখা যাচ্ছে, শুধু শীত বা ঠাণ্ডার কারণে ফজর ও এশার নামাজের সওয়াব ও ফজিলত বহুগুণে বেড়ে যায়।

রাসূলুল্লাহ (সা.) আরো বলেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত (নফল) নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারারাত জেগে নামাজ আদায় করল’। (মুসলিম, হাদিস: ১৩৭৭)

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।