ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ইসলাম

দুবাইয়ে প্রয়াত সেই ইউক্রেনীয় নারীর নামে হবে মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
দুবাইয়ে প্রয়াত সেই ইউক্রেনীয় নারীর নামে হবে মসজিদ নওমুসলিম দারিয়া কোতসারেঙ্কোর জানাজায় উপস্থিত হন হাজার হাজার মানুষ

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দারিয়া কোতসারেঙ্কো নামের এক ইউক্রেনীয় প্রবাসী নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর কয়েক দিন পরই  মারা যান তিনি।

তার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে।  

এবার নওমুসলিম সেই প্রয়াত নারীর স্মরণে দুবাইয়ে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৫ মার্চ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দারিয়া কোতসারেঙ্কো। সেদিন দার আল বের সোসাইটির ইসলামিক ইনফরমেশন সেন্টারে গিয়ে ইসলামে দিক্ষীত হন। এর কয়েক দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।  

জানা গেছে, দার আল বের সোসাইটি ওই নওমুসলিম নারীর নামে একটি মসজিদ নির্মাণ করবে। দুবাইয়ের একটি ৮১২ মিটার প্লটে মসজিদটি নির্মিত হবে। ৬১৩ বর্গ মিটার জায়গা নিয়ে তৈরি হবে মসজিদ কমপ্লেক্স। এর মিনারের উচ্চতা হবে ৩৩ মিটার। একসঙ্গে ২০৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এতে।  

মসজিদটির নিচতলায় থাকবে পুরুষদের নামাজের ব্যবস্থা। আর দ্বিতীয় তলায় হবে নামাজ পড়বেন নারীরা। দোতলাতেই নারীদের ওযুর ব্যবস্থা করা হবে। আর পুরুষদের ওযুখানা হবে আলাদা স্থানে।  

মসজিদের ইমামের থাকা-খাওয়ার জন্যও থাকবে ১৭০ বর্গ মিটারের আলাদা রুম ও ব্যবস্থা। পরিকল্পনা হিসেবে দারিয়া কোতসারেঙ্কো মসজিদটি নির্মাণের ব্যয় হবে ৪০ লাখ দিরহামের মতো।  

মসজিদের প্ল্যান

এজন্য সাধারণ মানুষের কাছে অনুদানও চেয়েছে দার আল বের সোসাইটি। ইতোমধ্যে সাধারণ মানুষের দানে ৫ লাখ ১৫ হাজার দিরহাম জমা পড়েছে অ্যাকাউন্টে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।