ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজের নিবন্ধন কোন জেলায় কত, জানাল ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
হজের নিবন্ধন কোন জেলায় কত, জানাল ধর্ম মন্ত্রণালয়

ঢাকা: চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এ সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়।

যা মোট নিবন্ধনের প্রায় অর্ধেক। অন্যদিকে সবচেয়ে কম নিবন্ধিত হয়েছেন বান্দরবানে।  

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) জেলাভিত্তিক হজযাত্রীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।  

তাতে দেখা গেছে, ঢাকা জেলায় মোট ৫৫ হাজার ৯ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। বান্দরবান থেকে মাত্র দুইজন হজযাত্রী নিবন্ধন করেছেন।

বান্দরবানের পরে সবচেয়ে কম নিবন্ধিত হয়েছেন পিরোজপুর জেলার। ১০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন সে জেলার। এরপর বরগুনা ১০৩ জন, কক্সবাজার ১১২ জন এবং মেহেরপুর থেকে ১২৭ জন নিবন্ধন করেছেন। সবচেয়ে কমের দিক থেকে গোপালগঞ্জের অবস্থান ৬ষ্ঠ-তে। ১৩৪ জন নিবন্ধিত হয়েছেন এবার।  

সবচেয়ে বেশি নিবন্ধনের দিক থেকে সবার প্রথমে ঢাকা জেলা। ঢাকার মোট ৫৫ হাজার ৯ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরপরেই আছে চট্টগ্রাম, ১০ হাজার ৬২ জন। তৃতীয় অবস্থানে বগুড়া, ৩ হাজার ৬৪২ জন।  

চতুর্থ অবস্থানে থাকা কুমিল্লা থেকে এবার হজে যেতে ইচ্ছুক ৩ হাজার ১৪৯ জন। ময়মনসিংহের ২ হাজার ৮৬৬ জন চলতি বছরের হজযাত্রী হতে চান।

ধর্ম মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ তালিকায় কোন জেলায় কত হজযাত্রী নিবন্ধিত হয়েছেন - 

বরগুনায় ১০৩, বরিশালে ৬৭১, ভোলায় ৪৯৩, ঝালকাঠিতে ২০৮, পটুয়াখালীতে ৩৭৭, পিরোজপুরে ১০০, ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ১৩৮, চাঁদপুরে ৫১১, চট্টগ্রামে ১০ হাজার ৬২, কক্সবাজারে ১১২, কুমিল্লায় তিন হাজার ১৪৯, ফেনীতে এক হাজার নয়, খাগড়াছড়িতে ১০, লক্ষ্মীপুরে ৪১২, নোয়াখালীতে এক হাজার ৩৩, রাঙ্গামাটিতে ১৩ জন, ফরিদপুরে ৩৭৫, গাজীপুরে ২ হাজার ৯৯, গোপালগঞ্জে ১৩৪, কিশোরগঞ্জে এক হাজার ১০১, মাদারীপুরে ২৭২, মানিকগঞ্জে ১৫৮, মুন্সীগঞ্জে ৪২০, নারায়ণগঞ্জে এক হাজার ২৫৬, নরসিংদীতে এক হাজার ৯৭, রাজবাড়ীতে ১৫৫, শরীয়তপুরে ২৯৩, টাঙ্গাইলে এক হাজার ২৮৭, বাগেরহাটে ১৭২, চুয়াডাঙ্গায় ৩২৬, যশোরে এক হাজার ১৫, ঝিনাইদহে ৩২৬, খুলনায় এক হাজার ৬০৯, কুষ্টিয়ায় ৮৫১, মাগুরায় ২১১, মেহেরপুরে ১২৭, নড়াইলে ১৬৮, সাতক্ষীরায় এক হাজার ৫৫, জামালপুরে এক হাজার ৬৯, ময়মনসিংহে ২ হাজার ৮৬৬, নেত্রকোনায় ৩০৪, শেরপুরে এক হাজার ১৫১ জন, বগুড়ায় ৩ হাজার ৬৪২, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৬৯, জয়পুরহাটে ৫৩০, নওগাঁয় ২ হাজার ৪৮, নাটোরে এক হাজার ৩৭২, পাবনায় এক হাজার ৫০০, রাজশাহীতে ২ হাজার ৪২৭, সিরাজগঞ্জে ২ হাজার ১৮১, দিনাজপুরে এক হাজার ৬৮৭, গাইবান্ধায় ৮২০, কুড়িগ্রামে ৭২৫, লালমনিরহাটে ১৯৬, নীলফামারীতে ৫৯২, পঞ্চগড়ে ৩২৫, রংপুরে ২ হাজার ৬৫০, ঠাকুরগাঁয়ে ৮৯২, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ২৮০, সুনামগঞ্জে ১২৯ এবং সিলেটে এক হাজার ৮৪১ জন।


চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকদের কাছে পাঠানো তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজযাত্রী এক লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৪৪৭ জন নিবন্ধন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার জন্য সৌদির সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ৯ দফা সময় বাড়িয়েও নির্ধারিত হজ কোটা পূরণ না হওয়ায় ৫ হাজার কোটা ফেরত যাচ্ছে। এবার হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন ২ হাজার ৭১৫ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ জন এবং বেসরকারিভাবে থাকবেন ২ হাজার ৪৮৭ জন। হজ যাত্রী ও গাইডসহ হয়েছে মোট ১ লাখ ২২ হাজার ২০১ জন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।