ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ইসলাম

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় বাইসাইকেল পেয়েছে ১৭ শিশু-কিশোর।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লি জামে মসজিদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

জানা যায়, সাফুল্লি মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে ২৯ জন শিশু অংশ নেয়। তাদের মধ্যে ১৭ জন শিশু-কিশোর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পেয়েছে। তাছাড়া বাকিদের মাঝে পুরস্কার ছাড়াও প্রত্যেককে ক্রেস্ট ও জায়নামাজ দেওয়া হয়েছে।

স্থানীয় মদিনা ফাউন্ডেশনরে উদ্যোগে নবজাগরণ তরুণ সংঘের সভাপতি এম, এ মোতালেব মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুল রাজ্জাক রাজ, দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলীনুর বকস রতন, নবধারাগ্রীন এগ্রো ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপানা পরিচালক আব্দুল রাজ্জাক সিকদার, মদিনা ফাউন্ডেশনের আহ্বায়ক মো. আবুল কাশেমসহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।