ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানব মুণ্ডের ভয়ঙ্কর দুর্গ থেকে আরও ১১৯টি খুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
মানব মুণ্ডের ভয়ঙ্কর দুর্গ থেকে আরও ১১৯টি খুলি উদ্ধার

মেক্সিকোর মানব মুণ্ডের ভয়ঙ্কর দুর্গ থেকে আরও ১১৯টি খুলি উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা।  

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি (আইএনএএইচ) জানিয়েছে, মানব খুলিগুলো অ্যাজটেক সভ্যতার সময়ের।

২০১৫ সালে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে ভয়ঙ্কর তিনটি দুর্গের সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা।  

‘হুয়েই টমপ্যান্টলি’ নামে পরিচিত এই দুর্গটির অবস্থান অ্যাজটেক রাজধানী টেনোকটিটলানের হুইটজিলোপোচটলি চ্যাপেলের কোনায়।  

গবেষকদের ধারণা, অ্যাজটেক দেবতাদের নামে নরবলি দেওয়া হতো। আর বলির শিকার অসহায় মানুষদের মাথার খুলি দিয়ে ওইসব দুর্গের দেয়াল তৈরি করা হয়েছিল। দুর্গগুলো নির্মাণ করা হয়েছিল ১৪৮৬ থেকে ১৫০২ সালের মধ্যে।

অ্যাজটেকরা ভূমি, বৃষ্টি ও সূর্যকে দেবতা মনে করতো। আর দেবতাদের সন্তুষ্ট করতে তারা মানুষ বলি দেওয়া অপরিহার্য মনে করত। তাদের বিশ্বাস ছিল, সূর্যকে প্রতিদিন সন্তুষ্ট করতে না পারলে পরের দিন আর সূর্য উঠবে না।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।