ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন কোনোভাবেই প্রত্যাহার হবে না: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
নাগরিকত্ব আইন কোনোভাবেই প্রত্যাহার হবে না: অমিত শাহ অমিত শাহ। ছবি: সংগৃহীত

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন থেকে কিছুতেই পিছপা হবেন না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। এটি প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।  

শুক্রবার (৩ জানুযারি) যোধপুরে এক সমাবেশে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।

নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদকারীদের কঠোর সমালোচনা করে বিজেপি সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেস আইনটির বিরুদ্ধে।

তারা মিথ্যা ছড়াচ্ছে।  

ইতালিয়ান বংশোদ্ভূত কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে ইঙ্গিত করে অমিত শাহ বলেন, যদি সাহস থাকে এসে আমার সঙ্গে বিতর্ক করুন। যদি নাহয়, আমি এটি (আইন) ইতালিয়ান ভাষায় অনুবাদ করে দিতে পারি, যেন আপনি পড়তে পারেন।  

তিনি বলেন, তরুণদের ভুল পথে পরিচালিত করায় তারা রাস্তায় নেমেছে। কিন্তু যত মিথ্যাই ছড়াক, আমরা সংখ্যালঘু ও তরুণদের কাছে পৌঁছাবোই।

গত মাসে নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগই উত্তর প্রদেশের। জামিয়া মিলিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।