ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোলেমানির পদে নিয়োগ পেলেন ডেপুটি ইসমাইল কাআনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
সোলেমানির পদে নিয়োগ পেলেন ডেপুটি ইসমাইল কাআনি

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলেমানির পদে নিয়োগ দেওয়া হয়েছে তারই একসময়ের সহকারী ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনিকে।

শুক্রবার (০৩ জানুয়ারি) এ নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

আরও পড়ুন>> মার্কিন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার কাসেম সোলেমানি নিহত

জেনারেল ইসমাইল কাআনি এর আগে লে. জেনারেল কাসেম সোলেমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, সোলেমানির অধীনে কুদস ইউনিটের কার্যক্রম যেমন ছিল ‘এখনো ঠিক তেমনই থাকবে’।

এর আগে বৃহস্পতিবার ইরাকের বাগদাদে বিমানবন্দরের কাছে গাড়িতে হামলার মাধ্যমে হত্যা করা হয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলেমানিকে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।