ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বরফ পড়ছে কাশ্মীরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
বরফ পড়ছে কাশ্মীরে বরফে ঢাকা কাশ্মীর, ছবি: সংগৃহীত

ঢাকা: পর্যটকদের ভূস্বর্গ কাশ্মীরের উপত্যকায় অসম্ভব রকমের ঠাণ্ডা পড়েছে। সেইসঙ্গে ভারত নিয়ন্ত্রিত রাজ্যটির লাদাক রিজিওনসহ বিভিন্নস্থান গভীর বরফে ঢেকে গেছে। তাছাড়া কারগিল শহরে মাইনাস ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) থেকে ভারতের উত্তরাঞ্চলের সৌন্দর্যের এ লীলাভূমিতে নেমেছে হাড় কাঁপানো শীত। যাকে অসম্ভব রকমের ঠাণ্ডা বলে বলছে স্থানীয় সংবাদমাধ্যম।

এছাড়া কাশ্মীরের বরফে ঢাকা এলাকাগুলোতে তীব্র ঠাণ্ডা থাকলেও পর্যটকদের নজর এ দিকেই বলে সংশ্লিষ্ট অনেকেই বলছেন।

দেশটির আবহাওয়া দফতর পূর্বাভাস দিচ্ছে- আরও এক সপ্তাহ থাকতে পারে কাশ্মীরের এ তীব্র ঠাণ্ডা। সেইসঙ্গে রাতের আকাশ পরিষ্কার থাকবে বলেও ধারণা করছে দফতরটি।

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যটির কারগিলে মাইনাস ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়াও বর্তমানে লেহ শহরে তাপমাত্রা রয়েছে মাইনাস ৬। সেইসঙ্গে রাজ্যের শ্রীনগরে মাইনাস ২ দশমিক ৮, পাহালগাম শহরে মাইনাস ৮ দশমিক ৪, গুলমার্গে মাইনাস ৪, জম্মু সিটিতে ৬, কাতরাতে ৭, বাতেততে ৩ দশমিক ৩, বানিহালে ০ দশমিক ৫ এবং ভাদেরওয়াহতে ০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।