ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

একাত্তরের বীর যোদ্ধা কুলদীপ সিং চাঁদপুরী আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
একাত্তরের বীর যোদ্ধা কুলদীপ সিং চাঁদপুরী আর নেই কুলদীপ সিং চাঁদপুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া বীর যোদ্ধা ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরী। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। 

শনিবার (১৭ নভেম্বর) পাঞ্জাবের মোহালির একটি হাসপাতালে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর।  

বলিউড অভিনেতা সানি দেওলের বর্ডার সিনেমায় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে কুলদীপ সিং চাঁদপুরীর বীরত্ব কথা।

 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর কমান্ডিং অফিসার ছিলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরী। ৭১’র যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত।  

যুদ্ধের প্রথম দিন থেকে শুরু করে কুলদীপ সিং চাঁদপুরীর পোস্টিং ছিল পশ্চিমা সেক্টরে। তখন তিনি ১০০ সদস্যের একটি দলের কমান্ডার ছিলেন। তখন  মাত্র ১০০ সৈনিক নিয়ে রাজস্থানের লাঙ্গোয়াল বর্ডারে ৪০ ট্যাঙ্কসহ ২ হাজার পাকিস্তানি সৈনিককে পিছু হটতে বাধ্য করেছিলেন তিনি।  
ভারতীয় সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার হিসেবে তিনি অবসর নেন। তিন সন্তানের জনক তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮ 
এপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।