ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস নিয়ন্ত্রিত এলাকায় মিলেছে গণকবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
আইএস নিয়ন্ত্রিত এলাকায় মিলেছে গণকবর ...

আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পূর্বনিয়ন্ত্রিত এলাকায় হাজারেরও বেশি মৃতদেহের গণকবর আবিষ্কৃত হয়েছে। জাতিসংঘের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ মিশনের সহায়তায় তৈরি করা প্রতিবেদনটিতে বলা হয়, ইরাকের উত্তর এবং পশ্চিম অঞ্চলে প্রায় ২০২টি গণকবরের অস্তিত্ব পাওয়া গেছে।

এসব গণকবরে কতজনের মৃতদেহ আছে তার সঠিক সংখ্যা উল্লেখ করা কঠিন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে পশ্চিম মোসুলের ক্ষুদ্রতম স্থানটিতে আটটি দেহ থাকতে পারে আর মোসুলের দক্ষিণে খাসফা সিঙ্কহোলের বৃহত্তমটিতে হাজারো মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গণকবরগুলো থেকে সংগৃহীত প্রমাণ জাতিসংঘের কেন্দ্রে পাঠানো হবে বিশ্বাসযোগ্য তদন্তের জন্যে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।