ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্কুলে ফের বন্দুকবাজি, এবার শিক্ষক গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
স্কুলে ফের বন্দুকবাজি, এবার শিক্ষক গ্রেফতার শিক্ষক র‌্যানডাল। ছবি- সংগৃহীত

ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে এক সাবেক ছাত্রের গুলিতে ১৭ জনের মৃত্যু এবং ১৪ জনের আহত হবার ঘটনায় আমেরিকাজুড়ে তুলকালাম এখনো চলছে। বন্দুক-গর্জন তবু থামেনি। এবার ছাত্র নয়, জর্জিয়া অঙ্গরাজ্যের এক মাথা-গরম শিক্ষক স্কুলে বন্দুক থেকে গুলি ছুড়ে আলোচনায় এলেন।

সংবাদ সংস্থাগুলো জানায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি)  জর্জিয়ার ডালটনের একটি হাইস্কুলে সংঘটিত এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ছাত্রছাত্রীদের জীবনের জন্য কোনো হুমকি তৈরি হয়নি।

ওই শিক্ষককে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তার বন্দুকসহ আটক করা হয়েছে। এই শিক্ষক কেনই বা স্কুলের ভেতর বন্দুক থেকে গুলি ছুড়ছেন তা জানা যায়নি। শিক্ষকের নাম পরিচয় জানানো হয়নি।

গুলি ছোড়ার ঘটনার পর আতঙ্কিত হয়ে দৌড়ে পালাবার সময় একজন ছাত্রীর পায়ের গোড়ালি মচকে যায়।

ঘটনাটি ঘটে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে। সমাজবিদ্যার শিক্ষক র‌্যানডাল ডেভিড ‘এখন প্ল্যানিং পিরিয়ডে আছি’ যুক্তি দেখিয়ে কোনো ছাত্রছাত্রীকেই ক্লাশরুমে ঢুকতে দিচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে পিন্সিপাল ছুটে আসেন। তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলতে যেতেই  শিক্ষক র‌্যানডাল নিজের হ্যান্ডগান থেকে জানালার বাইরে দিয়ে পরপর চারবার গুলি ছোড়েন।

পুলিশ ছুটে এসে স্কুলভবন চারপাশ থেকে ঘিরে ফেলে। মাত্র ৩০ মিনেটেই সব ছাত্রছাত্রীকে তারা নিরাপদে সরিয়ে নেয়। এরপর শিক্ষক র‌্যানডাল আত্মসমর্পণে রাজি হন।

পুলিশের মুখপাত্র ব্রুস ফ্রেজিয়ার বলেন, মি. র‌্যানডালের কারো ক্ষতি করার ইচ্ছা ছিল বলে মনে হয়নি। তাছাড়া তিনি কাউকে তাক করে গুলি ছোড়েননি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।