ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি সেনাপ্রধান চাকরিচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
সৌদি সেনাপ্রধান চাকরিচ্যুত সৌদি সেনাপ্রধান চাকরিচ্যুত

ঢাকা: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন। পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সংবাদটি প্রকাশ করলেও সেনাপ্রধানকে কেনো বরখাস্ত করা হলো এবং সেনা ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মাদেরই বা কেনো পদ থেকে সরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কিছুই জানায়নি।

বিবিসির দেওয়া তথ্যমতে, সৌদি নেতৃত্বাধীন জোট প্রায় তিন বছর ধরে ইয়েমনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি সৌদি জোট সেখানে কিছুটা বেকায়দার পড়ায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ সিদ্ধান্ত নিয়েছেন।  

এরআগে, গেল বছর রাজপুত্র, মন্ত্রী, বিলিয়োনিয়ারসহ সৌদি আরবের প্রায় ডজনখানেক খ্যাতিমান ব্যক্তিকে রিয়াদের রিটজ কার্লটন নামক পাঁচ তারকা হোটেলে আটকে রেখেছিলেন সালমান বিন আব্দুল আজিজ। তাদের অপরাধ ছিল তারা রাজপুত্রের নেতৃত্বে দেশটির দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি গাড়ি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এইচএল/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।