ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ৭.৫ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পটি যেখানটায় আঘাত হেনেছে

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার এক প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ঘণ্টা দুই তিন আগে পাপুয়া নিউগিনির প্রত্যন্ত গ্রাম এলাকায় আঘাত হানা এই প্রবল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এংগা প্রদেশের পরগেরা থেকে ৫৫ মাইল দক্ষিণে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও পর্যবেক্ষণ সংস্থা (ইউএসজিএস) জানায়,  ভূপৃষ্ঠের ২১ মাইল গভীরে এর উৎপত্তি।

ভূমিকম্পটি যে প্রচণ্ড শক্তিশালী তাতে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হওয়াই স্বাভাবিক। সাম্প্রতি ভূকম্পনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পাশাপাশি সুনামিও হয়েছে এখানে।

তবে এবার ধ্বংসাত্মক কোনো সুনামি হবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

ইউএসজিএস’র জিওফিজিসিস্ট পল কারুসো বলেন, ভূমিকম্পটি হয়েছে মূলত প্রত্যন্ত গ্রাম ও গভীর জঙ্গলাকীর্ণ পার্বত্য এলাকায়।

বাংলাদেশ সময়: ১১০০ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।