ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মন্টিনিগ্রোতে আমেরিকান দূতাবাসে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
মন্টিনিগ্রোতে আমেরিকান দূতাবাসে গ্রেনেড হামলা পোডগোরিকা আমেরিকান দূতাবাস

ঢাকা: মন্টেনিগ্রোর রাজধানী পোডগোরিকায় আমেরিকান দূতাবাস গ্রেনেড হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় এক দৃর্বৃত্ত। দ্বিতীয় গ্রেনেডে ওই ব্যক্তি আত্মঘাতী হন।

স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতের কিছু সময় আগে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা।

তবে হামলায় কারও কোনো ক্ষতি হয়নি।

গ্রেনেডটি দূতাবাস সীমানা প্রাচীরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়। হামলার পরপরই দ্বিতীয় গ্রেনেডটি ছোড়া হয়। এতে আত্মঘাতী হন হামলাকারী।

পোডগোরিকা পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। তবে হামলার কোনো চিহ্ন ওই এলাকায় দৃশ্যমান নেই।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।