ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
রাশিয়ার গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫ মানচিত্রে দাগেস্তানের অবস্থান। ছবি- সংগৃহীত

ঢাকা: রাশিয়ার দাগেস্তানের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নারী।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দাগেস্তানের কিজলিয়ার শহরের কাছের একটি অর্থোডক্স ধর্মাবলম্বীদের গির্জায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।

 

স্থানীয় এক বিবৃতিতে বলা হয়, এক অজ্ঞাত ব্যক্তি একটি শিকারের রাইফেল নিয়ে গির্জায় প্রবেশ করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এতে চার জন নারী ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাছাড়া এ হামলায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

পরে ওই হামলাকারী পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারী একজন ২২ বছর বয়সী যুবক। তার নাম খলিল খলিলভ। সন্ত্রাসবাদী সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

রাশিয়ার সীমান্তবর্তী দাগেস্তান ওই দেশের সবচেয়ে দরিদ্র এবং অস্থিতিশীল অঞ্চলগুলোর একটি। প্রায়ই এ অঞ্চলে ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা দেখা যায়।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।