ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরিষ্কার দিলে খালি হাতে টয়লেট পরিষ্কার !

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
পরিষ্কার দিলে খালি হাতে টয়লেট পরিষ্কার ! নিজের হাতে টয়লেটের প্যান পরিষ্কার করছেন বিজেপির এমপি জনার্দন মিশ্র। ছবি: সংগৃহীত

ঢাকা: বলা হয়ে থাকে রাজনীতিতে নামলে হাতে ময়লা লাগবেই । আর সেজন্য প্রস্তুত থাকতে হয়। আক্ষরিকভাবেই একথা প্রমাণ করে ছাড়লেন বিজেপির এমপি জনার্দন মিশ্র।

নিজের হাতে ময়লা লাগিয়ে দূর করলেন বেশ ক’দিন ধরে জমে থাকা ময়লা। জয় করে নিলেন অসংখ্য মানুষের হৃদয়।

ভারতের মধ্যপ্রদেশের রেওয়ায় খাজুহা গ্রামের একটি সরকারি একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মিশ্র। শিক্ষকদের কাছে স্কুলের সমস্যার কথা জানতে চান। শিক্ষকরা তাকে জানান, স্কুলপড়ুয়ারা বেশ কিছুদিন হলো টয়লেট ব্যবহার করতে পারছে না।

তিনি গিয়ে দেখেন প্যানের ভেতর মাটি  ও মল জমে টয়লেট বন্ধ গেছে। জল যাচ্ছে না।   ফলে শিক্ষার্থীরা টয়লেট ব্যবহার করতে পারছে না।

সঙ্গে সঙ্গে আস্তিন গুটিয়ে তিনি নেমে পড়েন টয়লেট পরিষ্কার করার কাজে। তাও আবার খালি হাতে। কোনো ধরনের পরিচ্ছন্নতা-সরঞ্জাম ছাড়াই।

সংবাদ সংস্থা এএনআই টয়লেট পরিষ্কার করার একটি ভিডিও শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে শেয়ার করে। এরপর এটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। সূত্র: ভারতীয় সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এএটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।