ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩ ছবি-সংগৃহীত

ঢাকা: দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছিটমহলে সিরিয়ার সরকারি বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

উদ্ধারকারী এবং একটি পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে, বুধবার গুটার নামের ওই পূর্বাঞ্চলীয় ছিটমহলের কয়েকটি শহরে এ হামলা চালানো হয়।

গ্রুপটি আরো জানায়, এর আগে সোমবার সরকারি আরো একটি বোমা হামলায় ১৩০ জনেরও বেশি মানুষ মারা যায়।


ইতোমধ্যে জাতিসংঘ উদ্ভুত এ পরিস্থিতিকে "ভয়াবহ" উল্লেখ করে তা বন্ধের দাবি করেছে।

বর্তমানে সেখানে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া সেখানে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন ৬শ’ জনেরও বেশি গুরুতর অসুস্থ ও আহত মানুষ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।