ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অল্পের জন্য বেঁচে গেলেন মোদীপত্নী যশোদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
অল্পের জন্য বেঁচে গেলেন মোদীপত্নী যশোদা দুঘটনার পর মোদীপত্নী যশোদাবেনকে ধরাধরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি-সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদা ওরফে যশোদাবেন সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন।

বুধবার তাকে বহনকারী একটি ইন্নোভা গাড়ির সঙ্গে একটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় তার এক সহ-আরোহী ঘটনাস্থলেই মারা যান।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিত্তোরের কাছে কোটা-চিত্তোর মহাসড়কে। জায়গাটি চিত্তোরগড় থেকে ৫৫ কিলোমিটার দূরে।   

চিত্তোরগড়ের মহকুমা হাকিম সুরেশ খাতিক বলেন, ‘তিনি (যশোদাবেন) এখন ভালো আছেন। শান্তিতে এবং নিরাপদে আছেন। এ মুহূর্তে তার প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে।

ইন্নোভা গাড়িটিতে মোদীপত্নী যশোদাবেন ছাড়াও আরো ৬ জন আরোহী ছিলেন।

ধারণা করা হচ্ছে, এরা সবাই যশোদাবেনের নিকটাত্মীয়। এদের একজন বাসন্তি বাঈ ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের গাড়িচালক জয়েন্দ্র সামান্য আহত হয়েছে।

তারা সবাই বারানের অত্রু থেকে গুজরাটের উঁঝা অভিমুখে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়:১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।