ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেলজীয় আদালতে প্যারিস হামলাকারী সালাহর বিচার শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বেলজীয় আদালতে প্যারিস হামলাকারী সালাহর বিচার শুরু বিচার চলাকালে আদালতকক্ষের পেন্সিল-স্কেচ

২০১৫ সালের চাঞ্চল্যকর প্যারিস হামলার ঘটনায় বেঁচে থাকা একমাত্র সন্দেহভাজন আসামি সালাহ আবদেল সালামের বিচার শুরু হয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি আদালতে।

সংবাদ সংস্থাগুলো জানায়, সোমবার বেলজিয়ামের আদালতে তার বিচার শুরু হলেও তা প্যারিস হামলার বিচার নয়। বরং ২০১৬ সালের মার্চে গ্রেফতার হওয়ার আগে বেলজিয়ান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হবার অপরাধে।

প্যারিস থেকে বেলজিয়ামে পালিয়ে এসে সে ব্রাসেলসের একটি বাড়িতে আত্মগোপন করেছিল।

প্যারিসে হামলার ঘটনায় তার নামে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা ছিল। প্যারিস হামলার বিচারের জন্য তাকে পরে প্যারিসে পাঠানো হবে। তবে তা ২০২০ সালের আগে নয়।

বিচারক মেরি ফ্রঁস কুতজেঁ জানান, বিচার শুরুর আগে আদালতের কাছে সালাহ আবদেল সালাম দাবি জানায়, বিচারে দোষী সাব্যস্ত হবার আগ পর্যন্ত বিচারকাজ চলাকালীন কোনো ছবি বা ভিড়িও যেন কোথাও প্রকাশ করা না হয়। তার এই দাবি মেনে নিয়ে আদালত বিচার চলাকালীন আদালতকক্ষের পেন্সিল-আঁকা স্কেচ প্রকাশ করতে সংবাদ মাধ্যমকে নির্দেশ দেয়।

সালাহ আবদেল সালামের বয়স এখন ২৮ বছর। ২০১৫ সালে সে, তার ভাই এবং অন্যসব বন্দুকধারী ও আত্মঘাতী দোসররা একযোগে প্যারিসের স্টেডিয়াম, কনসার্ট হল, বার, রেস্তোরাঁ ও থিয়েটার হলসহ বহু স্থানে একযোগে হামলা চালায়। তাদের এই নৃশংস হামলায় ১৩০ জন নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু হয়। আহত ও পঙ্গু হন প্রায় হাজারখানেক মানুষ।

প্রসঙ্গত, সালাহ আবদেল সালামের বড়ভাইও  ছিল আত্মঘাতী হামলাকারীদের একজন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।