ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি মঞ্চতারকা সাম্বুল খান গুলিতে নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
পাকিস্তানি মঞ্চতারকা সাম্বুল খান গুলিতে নিহত সাম্বুল খান। ছবি-সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় পশতু মঞ্চ ও নৃত্যশিল্পী সাম্বুল খান অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন। শনিবার তিন দুর্বৃত্ত মারদান-ভিত্তিক এই হার্টথ্রব নারীশিল্পীকে প্রকাশ্য দিবালোকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশের বরাত দিয়ে ডন পত্রিকাসহ কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, খাইবার পাখতুন প্রদেশের শেখ মালতুন শহরে অভিনেত্রী সাম্বুল খানের (২৯) বাড়ির দরজা ভেঙে তিন দৃর্বৃত্ত ঢুকে পড়ে। সাম্বুল খানের ঘরে ঢুকে পড়ার পর একটি ঘরোয়া অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তারা তাকে তাদের সঙ্গে যেতে বলে।

সাম্বুল খান তাদের সঙ্গে যেতে রাজি নন বলে জানানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়।  

পুলিশের মতে, তিন দুর্বৃত্তকেই তারা শনাক্ত করতে পেরেছে। এ ঘটনায় পুলিশ একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তাতে তিনজন সন্দেহভাজনকে খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তিনজনের মধ্যে আছে পুলিশের সাবেক ইন্সপেক্টর নাঈম খট্টক, ট্যাক্সিচালক নাসিব এবং প্রয়াত সঙ্গীতশিল্পী গাজলা জাভেদের স্বামী জাহাঙ্গীর খান।   

এদের তিনজনের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, এরই মধ্যে এদের পাকড়াও করতে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রেইড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

ময়না তদন্তের জন্য সাম্বুল খানের মরদেহ মারদান মেডিক্যাল কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।