ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিমানবন্দরের রানওয়েতে গরু, তাই…

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বিমানবন্দরের রানওয়েতে গরু, তাই… আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে

ঢাকা: ভারতের বিভিন্ন প্রদেশে শহরের রাস্তায় গরু ঘুরে বেড়ানোর দৃশ্য অপরিচিত নয়। আহমেদাবাদে এই দৃশ্য আবার একটু বেশি। কিন্তু এবার সেই গরু আস্তানা গাঁড়লো একেবারে বিমানবন্দরের রানওয়েতে। এতে অবতরণ করতে পারেনি অন্তত দু’টি এয়ারলাইন্সের প্লেন।

ঘটনাটি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের।  

জানা যায়, সকালে আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়েতে একটি গরু দাঁড়িয়ে থাকায় গালফ এয়ারের একটি ফ্লাইট ও একটি কার্গো প্লেন অবতরণ করতে না পেরে মুম্বাইতে অবতরণ করতে বাধ্য হয়।

 

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান গুরুপ্রসাদ মোহাপাত্র বলেন, একটি গরু বিমানবন্দরের কার্গো প্লেন অবতরণের পাশের দিক দিয়ে ভিতরে ঢোকে। শিগগিরই এটা নিয়ন্ত্রণ করা হবে।

পাখির আনাগোনা বেশি থাকার জন্য আহমেদাবাদ বিমানবন্দর আগে থেকে ঝুঁকিতে রয়েছে। সেখানে গরুর প্রবেশ যোগ করলো নতুন আগন্তুক।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।