ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে তীব্র শীতে ২৪ ঘণ্টায় ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
উত্তর প্রদেশে তীব্র শীতে ২৪ ঘণ্টায় ৪০ জনের প্রাণহানি শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছে একটি পরিবার। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতের কবলে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি শীত মৌসুমে ঠাণ্ডাজনিত কারণে মৃতের সংখ্যা ১৪৩ ছাড়ালো।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যম কয়েকটি হাসপাতালের বরাত দিয়ে এ খবর দিয়েছে।  

সংবাদমাধ্যম জানায়, ঘন কুয়াশার কারণে রাজ্যের সড়ক, রেল ও প্লেন চলাচল ব্যাহত হচ্ছে।

প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা।  

তীব্র শীতে বুধবার (১০ জানুয়ারি) সত্যম নামে ৬ বছর বয়সী এক শিশুও অসুস্থ হয়ে স্কুলে মারা যায়।

রাজ্য সরকার প্রাথমিক স্কুলগুলো বন্ধ ও সময় পরিবর্তনের আদেশ দিলেও বেসরকারি বিদ্যালয়গুলোতে চিঠি দেওয়া হয়নি।  

রাজ্যের প্রাণীবিষয়ক অধিদফতরের কর্মকর্তারা জানান, প্রায় ৭০০টি প্রাণীর প্রাণহানি ঘটেছে তীব্র শীতের কারণে।

এ কারণে পরিস্থিতি অনুকূলে আসা পর্যন্ত জনসাধারণকে পর্যাপ্ত উষ্ণতার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমএসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।