ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল লেবানন ছাড়লে অস্ত্র ছাড়বে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
ইসরায়েল লেবানন ছাড়লে অস্ত্র ছাড়বে হিজবুল্লাহ

লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ঘোষণা করেছে, ইসরায়েল যদি দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরে যায় এবং বিমান হামলাও বন্ধ করে দেয়, তবে তারা অস্ত্র সমর্পণের বিষয়ে নিজ দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে একটি বিদেশি সংবাদ সংস্থাকে জানান, ইসরায়েল যদি পাঁচ দফা থেকে সরে আসে এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে, তবে তারা অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর, দেশটিতে অস্ত্র ব্যবহারের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে, হিজবুল্লাহর সঙ্গে আলোচনার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে দেশটির তিনটি রাজনৈতিক সূত্র জানিয়েছে।

গত নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি জানালেও, সংগঠনটি তাদের অস্ত্রধারণকে লেবাননকে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষার জন্য অপরিহার্য বলে বিবেচনা করে।

এছাড়া, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ ইসরায়েলকে আক্রমণ করতে শুরু করে। প্রতিক্রিয়ায়, ইসরায়েল দক্ষিণ লেবাননে সেনা পাঠায়। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা ছেড়ে যায়নি। নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে তারা এসব অঞ্চলে অবস্থান করছে।

সূত্র: আলজাজিরা লাইভ আপডেট

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
এমএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।