ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের নাগপুরের কাছে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এ বিস্ফোরণ ঘটে।

বিকেলে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ভান্ডারার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যার ফলে আটজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় কারখানার এলটিপি বিভাগে এ বিস্ফোরণ ঘটে বলে জানান জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলকর্মী এবং চিকিৎসাসেবা কর্মীরা উপস্থিত রয়েছেন।

এর আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিস্ফোরণে কারখানার ছাদ ধসে পড়ে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খননকারী যন্ত্র ব্যবহার করা হয়। জওহর নগর এলাকার কারখানার এলটিপি অংশে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন মারা গেছেন।

তারা আরও জানান, বিস্ফোরণটি এতই তীব্র ছিল যে ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কারখানায় বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পাঁচজন শ্রমিককে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শিগগিরই পৌঁছাবে। জরুরি প্রয়োজনে চিকিৎসা দেওয়ার টিম প্রস্তুত রয়েছে।

অনলাইন পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্ভাগ্যবশত এ ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।