জাপানে ৬.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এই মাত্রা নিশ্চিত করেছে।
দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে স্থানীয় সময় সোমবার, ১৩ জানুয়ারি ৯টা ১৯ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূ-পৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের অল্প গভীরতার কারণে এটি একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রের নিকটবর্তী এলাকা গুলোতে আরও বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পের কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি এবং সরকারের তরফ থেকে কোনো বিশেষ সতর্কতাও জারি করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমএম