ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চান বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চান বাইডেন

ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে একটি প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

 

এক মার্কিন কর্মকর্তা  শুক্রবার (৩ জানুয়ারি) এই বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানাতে ওয়াশিংটন এ পদক্ষেপ নিচ্ছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এ ছাড়া গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেডও রয়েছে ।

বাইডেন প্রশাসনের এই প্রস্তাবটি বাস্তবায়নের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর শুরু হওয়া সংঘাতে ফিলস্তিনিদের তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।  আন্তর্জাতিক সমালোচনার মুখেও গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন দিয়ে এসেছে ওয়াশিংটন।

 ইসরায়েলি  অভিযানে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য সংকট ও গণহত্যার অভিযোগ উঠেছে, যা ইসরায়েল অস্বীকার করে আসছে। গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

তবে বাইডেন বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।