ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৮ এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ‘ভূপাতিত’ করলো মস্কো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
৮ এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ‘ভূপাতিত’ করলো মস্কো

যুক্তরাষ্ট্র থেকে সরবরাহকৃত আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা, এমন দাবি করেছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ও ৭২টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পূর্ব লুহানস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা নাদিয়া গ্রামটি দখল করা হয়েছে।

এএফপি জানিয়েছে, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা হলে কিয়েভের মধ্যাঞ্চলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। তা ছাড়া ২০২৪ সালে রাশিয়া ইউক্রেনের প্রায় চার হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।

কয়েকদিন পর মার্কিন মসনদ থেকে সরে যাবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে তিনি ইউক্রেনকে ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।