সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় একে অপরের তিন শতাধিক যুদ্ধবন্দির মুক্তি দিয়েছে ইউক্রেন ও রাশিয়া।
উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা তদের এক প্রতিবেদনে জানিয়েছে, নববর্ষের আগের দিন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দিকে রাশিয়া এবং ইউক্রেন নিজেদের মধ্যে বিনিময় করেছে।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ান বন্দিদশা থেকে আমাদের জনগণের প্রত্যাবর্তন আমাদের প্রত্যেকের জন্য সর্বদা খুব ভালো খবর। এবং আজ এমন একটি দিন: আমাদের দল ১৮৯ ইউক্রেনীয়কে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
যদিও রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ১৫০ ইউক্রেনীয় বন্দিকে ফিরিয়ে দিয়েছে।
এদিকে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতায়ানা মোসকালকোভা মুক্তিপ্রাপ্ত রুশ সেনাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আপনাদের সেবা, ধৈর্য এবং সাহসের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। খুব শিগগিরই আমাদের ছেলেরা তাদের আত্মীয় এবং বন্ধুদের আলিঙ্গন করবে এবং তাদের জন্মভূমিতে নববর্ষ উদযাপন করবে।
তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা শীতের পোশাক এবং সামরিক ক্লান্ত-চেহারায় বাসের বাইরে জড়ো হয়েছেন। মুক্তিপ্রাপ্ত যুদ্ধবন্দিদের বাড়িতে পাঠানোর আগে প্রতিবেশী দেশ বেলারুশে মানসিক এবং অন্যন্য চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমএম