ইংলিশ চ্যানেলের উত্তর ফ্রান্সের নিকটবর্তী অঞ্চলে নৌকাডুবিতে অন্তত তিন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। নৌকায় ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা।
ফ্রান্স মেরিটাইম কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে ইংলিশ চ্যানেলের ফ্রান্সের সানগাত্তে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। ওই নৌকায় ৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করে। তিন যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তারা মারা যান। বাকি উদ্ধারদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় ভুগছেন বলে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।
ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা এবং আশ্রয়বিষয়ক মন্ত্রী ডামে আঙ্গেলা ইগল বলেন, রোববার সকালে সাগরে তিনজন নিহত হয়েছেন। কারণ, সমুদ্র চলাচলের অনুপযুক্ত নৌকায় গাদাগাদি করে মানুষ নিয়ে পারপারের জন্য অপরাধীরা মরিয়া হয়ে উঠেছে।
তিনি জানান, উদ্ধারকাজে ফরাসী বাহিনীকে সহায়তা করছে ব্রিটেন সরকার।
অভিবাসনের উদ্দেশে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অনেক নাগরিকের ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছানোর এমন চেষ্টা নতুন নয়।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। আর ক্রিসমাস পরবর্তী চারদিনে প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্য পৌঁছেছেন।
ডয়চে ভেলে অবলম্বনে
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আরএইচ