পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনায় আরও আট জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আফগান তালেবানের মধ্যে শনিবার রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৩ জন যাদের মধ্যে বেসামরিক লোকও রয়েছেন।
পাকিস্তানি যুদ্ধবিমান মঙ্গলবার আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর শিবিরে বোমা হামলা করার পর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘর্ষে তাদের একজন ফ্রন্টিয়ার কর্পস সৈনিক নিহত হয়েছেন এবং ১১ জন আহত হন। খবর দ্য ডন
তাদের দাবি শুক্রবার রাতে জঙ্গিরা সীমান্তে প্রবেশের চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। আফগানি জঙ্গিদের পাকিস্তানে প্রবেশের ব্যর্থ প্রচেষ্টার পর নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আফগান বাহিনী এবং জঙ্গিদের আট সদস্য নিহত হয়।
পাকিস্তানি কর্তৃপক্ষ আরও জানায়, জঙ্গিরা সীমান্ত পারি দিতে ব্যর্থ হওয়ার পর আফগান বাহিনীর সঙ্গে যোগ দেয় এবং শনিবার সকালে পাকিস্তানি সামরিক পোস্টগুলো লক্ষ্য করে গুলি চালায়। আফগান বাহিনী এবং জঙ্গিরা গোজগারহি, মাত্তা সাংগার, কোট রাঘা এবং তারি মেঙ্গাল এলাকায় অবস্থিত সীমান্ত পোস্টগুলোকে লক্ষ্য করে দিনব্যাপী গুলি চালায়। জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাল্টা হামালায় আফগান বাহিনী তাদের সীমান্ত পোস্ট পরিত্যাগ করতে বাধ্য করে।
পাকিস্তান বারবার কাবুলের কাছে উদ্বেগ প্রকাশ করে আসছে যে জঙ্গিরা তাদের আফগান ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পারি দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত সপ্তাহে আফগান সরকারের প্রতি টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং আফগান মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলাকে দেশের জন্য "রেড লাইন" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন সংলাপ এবং আক্রমণ এক সঙ্গে চলতে পারে না।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
কেআই/এমএম