ইয়েমেনের রাজধানী এবং বন্দর শহরে ইসরায়েলি হামলায় নয়জন নিহত হয়েছে। হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে সানা এবং বন্দর শহর হোদেইদাহতে আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে। এর মধ্যে সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হযেছে। আর হোদেইদাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালায় ... এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি হামলায় আস-সালিফ বন্দরে সাত জন নিহত হয়েছে এবং বাকিরা রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় মারা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার সকালে হুথি যোদ্ধাদের ‘পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তু’ আক্রমণ করেছে তারা।
তারা জানায়, ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলা করা লক্ষ্যবস্তুগুলো হুথি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে থাকে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এমএম