শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি।
স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির মাউলি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
রাজধানী সান্তিয়াগোর বাসিন্দারা জানান, শুক্রবার তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। ঘরের আসবাবপত্র এবং গাছপালা দুলছিল।
উল্লেখ্য, বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৫২৬ জন। এর প্রভাবে সেসময় সুনামিও সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯৯৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এসএএইচ