ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানিজদের বাড়ি ফিরতে বারণ করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানিজদের বাড়ি ফিরতে বারণ করছে ইসরায়েল

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তাদের নিরাপত্তা মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা অনুমোদন করেছে।

বুধবার স্থানীয় সময় রাত ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিশ্ব নেতারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

তবে এই যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি সামরিক মুখপাত্র লেবাননের নাগরিকদের বাড়িতে ফিরতে বারণ করছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র অভিচায় আদরি লেবাননের নাগরিকদের বাড়ি ফেরার ব্যাপারে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাদের বাড়ি ফেরার  নিরাপদ সময় (তারিখ) জানিয়ে দেবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে তাদের বর্তমান অবস্থানেই থাকবে। যে গ্রামগুলি ইসরায়েলি সামরিক বাহিনী খালি করেছে অথবা যেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে, সেগুলোর দিকে যাবেন না। আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য, এ এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। তখন থেকেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। গত কয়েক মাসে সেই সংঘাত চরমে ওঠে। ইসরায়েল লেবাননে নজিরবিহীন হামলা চালাতে শুরু করে। ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত তিন হাজার ৮২৩ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৮৫৯ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিতের মধ্যেও ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬০ জন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।