ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাওসের ‘পার্টি শহরে’ ফ্রি শট পান করে পর্যটকের মৃত্যু  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
লাওসের ‘পার্টি শহরে’ ফ্রি শট পান করে পর্যটকের মৃত্যু  

লাওসে ফ্রি শট পান করে মিথানল বিষক্রিয়ায় মারা গেছে এক অস্ট্রেলিয়ান কিশোরী। এই নিয়ে গত কিছু দিনের মধ্যে ছয়জন পর্যটক এভাবে মারা গেলেন।

  

মিথানল বিষক্রিয়ায় মারা যাওয়া এই ষষ্ঠ বিদেশি পর্যটক হলেন ১৯ বছর বয়সী হলি বোউলস।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিষাক্ত মদ পান করার কারণে মারাত্মক পরিণতির সতর্কতা দিতে শুরু করেছে বিভিন্ন দেশ। এই কয়েক দিনের মধ্যে একজন ব্রিটিশ নারী, আরও একজন অস্ট্রেলিয়ান কিশোরী, একজন আমেরিকান এবং দুটি ড্যানিশ নাগরিকও মারা গেছেন।    

বোউলসকে লাওস থেকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর থাইল্যান্ডে জীবন রক্ষাকারী যন্ত্রের সহায়তায় বেশ কয়েক দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি বৃহস্পতিবার (২১ নভেম্বর) মারা যান তিনি।

বন্ধু বিয়াঙ্কা জোন্স এবং হলি বোউলসের জন্য এটি ছিল তাদের প্রথম বড় ট্রিপ, যেখানে তারা বিশ্বজুড়ে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। ১১ নভেম্বর, তারা লাওসের কেন্দ্রীয় ভাং ভিয়েং শহরে পৌঁছায়।

তারা জনপ্রিয় ব্যাকপ্যাকার হোস্টেলে চেক ইন করেছিলেন, যেখানে অতিথিরা প্রায়ই আগমনের সময় একটি ফ্রি শট পান। এর কয়েক দিন পর, উভয়ই থাইল্যান্ডের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল।

এই শট নিয়ে গত সপ্তাহে ১৯ ও ২০ বছর বয়সী দুই ড্যানিশ নারী মারা গেছেন, এছাড়াও একজন আমেরিকান পুরুষ মারা গেছেন। এভাবে এখন পর্যন্ত কতজন অসুস্থ হয়েছে তা স্পষ্ট নয়।  

সঙ নদীর তীরে চুনাপাথরের পর্বত এবং ধান ক্ষেতের মাঝে অবস্থিত ভাং ভিয়েং একটি ছোট টাউন, যা তার প্রাকৃতিক সৌদর্য্যর জন্য পরিচিত। এটি একটি পার্টি শহর হিসেবেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।