ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় ৪৪, লেবাননে ৩১ জন নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ইসরায়েলি হামলায় গাজায় ৪৪, লেবাননে ৩১ জন নিহত 

ইসরায়েলি হামলায় শনিবার গাজায় কমপক্ষে ৪৪ এবং লেবাননে ৩১ জন নিহত হয়েছে। যার মধ্যে ছয় লেবাননি উদ্ধারকর্মী এবং দুই ফিলিস্তিনি সাংবাদিক রয়েছে।

 

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ৮১ জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে বলে। আহত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৬৫ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

এদিকে লেবাননেও ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে।   

দাহিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামালার পর তীব্র কটূ গন্ধ ছড়িয়ে পড়েছে, যা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর জন্য উদ্ধার কাজ করা কঠিন করে এবং বিপজ্জনক করে তুলেছে।  

ইসরাইল কেবল বৈরুতে নয় অন্যান্য এলাকায়ও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। লেবাননের রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে এবং লেবানন ও ইসরায়েলের সীমান্তের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহাসিক উপকূলীয় শহর টায়রে একাধিক বিমান হামলা করা হয়েছে।   

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ১৩৬ জন নিহত এবং ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।