ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুইং স্টেটসের ফলাফল

ব্যাটেলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ব্যাটেলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে সাতটি রাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারমধ্যে একটি নর্থ ক্যারলাইনা। প্রেসিডেন্ট প্রার্থীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এ রাজ্যে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২০ সালেও ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট নিয়ে এ রাজ্যে জয় পেয়েছিলেন ট্রাম্প। রাজ্যের ১৫টি ইলেক্টোরাল ভোট রয়েছে।

নর্থ ক্যারোলাইনায় জয়ের পর ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৩০ এ গিয়ে দাঁড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, জয়ের দৌঁড়ে এগিয়েই আছেন ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া তিনি ফ্লোরিডা, মিসিসিপি, টেক্সাস, নেব্রাস্কা, সাউথ ক্যারোলাইনায় জয় তুলে নিয়েছেন।

তবে শুরুর দিকে কমলা পাত্তা না পেলেও ক্যালিফোর্নিয়ায় জয় তুলে বেশ বড় লাফ দিয়েছেন তিনি। ক্যালিফোর্নিয়ায় ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৬টি। ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ওরেগন, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া ও হাওয়াই রাজ্যে জয়ী হয়েছেন। তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১০।

ট্রাম্পকে পরাস্ত করতে জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, অ্যারিজোনা আর নেভাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু বুথফেরত জরিপ বলছে, নেভাদা, আলাস্কায় কমলা জয় যদিও পেয়েও যান, পিছিয়ে পড়বেন অন্যান্য রাজ্যে। এদিকে পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিনে এগিয়ে আছেন ট্রাম্প, এমন তথ্যও জানিয়েছে বুথফেরত জরিপ।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।