ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনের রাজার গায়ে কাদা ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
স্পেনের রাজার গায়ে কাদা ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা

বন্যা কবলিত ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। এই সময় রানী লেতেজিয়াও তার সঙ্গে ছিলেন।

  

রাজকীয় দম্পতি, স্পেনের প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা পাইপোর্টা শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় লোকজন ‘খুনী’ এবং ‘লজ্জা’ বলে চিৎকার করা হয়েছিল। বিক্ষুব্ধ জনতা এই সময় স্পেনের রাজা-রানীকে লক্ষ্যকরে কাদা ও জিনিসপত্র ছুড়ে মারছিল।

পাইপোর্টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ওই এলাকায় আরও ১০ হাজার সৈন্য, পুলিশ কর্মকর্তা এবং সিভিল গার্ড পাঠানোর নির্দেশ দিয়েছেন। বন্যায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে গুরুতর সমস্যা এবং ঘাটতির কথাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক এই বন্যায় স্পেনে ২১৭ জন মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ। উদ্ধারকর্মীরা এখনো বেঁচে থাকা মানুষ এবং মৃতদেহ উদ্ধারের আশায় ভূগর্ভস্থ গাড়ি পার্ক এবং টানেলগুলোতে চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছেন।

যথাসময়ে বন্যার সতর্কতা দিতে ব্যর্থ হওয়া এবং অপর্যাপ্ত সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি জনসাধারণের ক্ষোভ রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ভ্যালেন্সিয়ান আঞ্চলিক সরকারের প্রধান, কার্লোস মাজন, এই সফরে রাজকীয় দম্পতির সাথে যোগ দিয়েছিলেন, কিন্তু বিক্ষোভের মুখে তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।  

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চলে যাওয়ার পরও, জনতা সানচেজ কোথায়? বলে চিৎকার করছিল।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।