ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ ৮৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ ৮৪ ফিলিস্তিনি নিহত

উত্তর গাজার দুটি বহুতল আবাসিক ভবনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০ শিশুসহ ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।   

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, হামলার শিকার ওই দুই বহুতল আবাসিক ভবনে ১৭০ জনের বেশি আশ্রয় নিয়েছিলেন।

অঞ্চলটির সরকারি গণমাধ্যম দপ্তর বলছে, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না, কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।  সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।  

উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর। তবে জানিয়েছে, ভবন দুটি শালায়েল ও আল-গান্দোর পরিবারের।

গতকাল শুক্রবারের হামলার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৮২৭ জন।  

গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।