ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এই বিমানবন্দরে আলিঙ্গনের সময়সীমা ৩ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এই বিমানবন্দরে আলিঙ্গনের সময়সীমা ৩ মিনিট

নিউজিল্যান্ডের একটি বিমানবন্দর যাত্রীদের বিদায়ী আলিঙ্গনের জন্য তিন মিনিট সময় বেঁধে দিয়েছে। ডানেডিন বিমানবন্দরের প্রধান নির্বাহী ডান ডি বোনো মঙ্গলবার এমনটি জানান।

তিনি জানান, সেপ্টেম্বরে এ বিধিনিষেধ আরোপ করা হয়। সবকিছু  মসৃণভাবে চালাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাদেশিক পরিবহনকেন্দ্রে যেন যানজটের সৃষ্টি না হয়, সে কারণে দীর্ঘক্ষণ আলিঙ্গন প্রতিরোধে বিধিনিষেধ দেওয়া হয়েছে।

বিমানবন্দরটি যাত্রীদের ড্রপ অফের স্থানে আলিঙ্গন করা যাবে না এমন চিহ্ন সংবলিত বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে, আলিঙ্গনের সর্বোচ্চ সময় তিন মিনিট।  

যারা কাছের মানুষের সঙ্গে একটু বেশি সময় নিয়ে বিদায় জানাতে চান, তাদের বিমানবন্দরের পার্কিং এলাকায় যেতে বলা হয়েছে।  

এ নিষেধাজ্ঞা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে মতবিরোধ তৈরি করেছে। ডানেডিন বিমানবন্দরের প্রধান নির্বাহী ডান ডি বোনো বলেন, এর ছবি অনলাইনে ভাইরাল হয়েছে।

তিনি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, আমাদের ওপর মৌলিক মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, এবং কীভাবে আমরা কারও আলিঙ্গনের সময়সীমা নির্ধারণ করতে পারি, সেই প্রশ্ন তোলা হয়েছে।  

প্রধান নির্বাহী বলেন, ২০ সেকেন্ডের একটি আলিঙ্গনই সুস্থতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় হরমোন অক্সিটোসিন ও সেরোটোনিন মুক্ত করার জন্য যথেষ্ট।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।