ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের নিন্দায় সমর্থন ১০৪ দেশের, বিরত ভারত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
ইসরায়েলের নিন্দায় সমর্থন ১০৪ দেশের, বিরত ভারত

ইসরায়েলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার নিন্দা জানিয়ে ইউরোপ ও আফ্রিকাসহ ১০৪ দেশ চিঠি দিয়েছে। তবে এ চিঠিতে সই করেনি ভারত।

খবর দ্য হিন্দুর।  

ইসরায়েলের সমালোচনা করে, গ্লোবাল সাউথের এমন বেশ কয়েকটি প্রস্তাব থেকে ভারত সরে এসেছে এবং ফিলিস্তিনি ইস্যুতে অন্তত চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

চিলির দেওয়া এবং ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ইন্দোনেশিয়া, স্পেন, গায়ানা ও মেক্সিকোর সমর্থনপুষ্ট একটি চিঠিতে ভারতের সই না করার সিদ্ধান্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটিকে কোনো পক্ষের সমর্থন নয় বরং জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের পক্ষের সমর্থন হিসেবে দেখা হয়।

দক্ষিণ এশিয়ার বেশিরভাগ প্রতিবেশী দেশ, পাশাপাশি পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশ— যারা উন্নয়নশীল বিশ্বের অংশ, তারা গত সপ্তাহে জাতিসংঘে দেওয়া ওই চিঠিতে সই করে।

চিঠিতে বলা হয়েছে, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করার ইসরায়েলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ১০৪ সদস্য-রাষ্ট্র। ও আফ্রিকান ইউনিয়নসহ মোট সইকারী ১০৫। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের ক্ষমতাকে ক্ষুণ্ণ করে, যার মধ্যে রয়েছে দ্বন্দ্বে মধ্যস্থতা ও মানবিক সহায়তা প্রদান।

চলতি মাসের শুরুতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলার নিন্দা না জানানোয় গত ২ অক্টোবর ইসরায়েল জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। ইসরায়েলি মন্ত্রী কাৎজ বলেন, গুতেরেস ইসরায়েলের মাটি পা রাখার যোগ্য নন।

চিলির চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্তত ১০ সদস্য রাষ্ট্র, যেমন ফ্রান্স, রাশিয়া, চীন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড সমর্থন দেয়। তবে সই করেনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া

ভারত কেন চিঠিতে সই করেনি, তা নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এর আগে গত ৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের জন্য গুতেরেস জাতিসংঘের মহাসচিব। তৃতীয় পক্ষ কী বলল তা আমাদের মন্তব্য করার বিষয় নয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।