ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজার মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
গাজার মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২১  গাজার দেইর-এল-বালাহ এলাকায় বিধ্বস্ত একটি মসজিদ

যুদ্ধবিধ্বস্ত গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়ে অন্তত ২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে অবস্থিত সাহদা আল-আকসা মসজিদে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

 

কোনো তথ্যপ্রমাণ না দিলেও ইসরায়েলি বাহিনীর দাবি, দেইর-এল-বালাহ এলাকার সাহদা আল-আকসা মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল হামাস। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে।

এছাড়া শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে উত্তর গাজার আল-মাওয়াসি ‘মানবিক অঞ্চল’ থেকে সব ফিলিস্তিনিকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।  

দখলদার এ বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই বাসিন্দাদের বলেছেন, আপনাদের অঞ্চলে হামাস সন্ত্রাসী অবকাঠামো গড়ে তুলেছে, জনসাধারণ, আশ্রয়কেন্দ্র এবং স্বাস্থ্য সুবিধাকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ঝটিকা অভিযান জোরদার করবে এবং চালিয়ে যাবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলিদের শহরতলীতে হামাসের হামলার জবাবে শুরু হওয়া আভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৮২৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৯৬ হাজার ৯২০ জন। এর আগে হামাসের প্রতিশোধমূলক হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। অপহরণ করা হয় আরও ২০০ জনকে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।