ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামাসের সুড়ঙ্গ থেকে এক জিম্মিকে উদ্ধার করলো ইসরায়েল  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
হামাসের সুড়ঙ্গ থেকে এক জিম্মিকে উদ্ধার করলো ইসরায়েল  

জিম্মি হওয়ার ১০ মাসের বেশি সময় পর দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে এক ইসরায়েলিকে উদ্ধার দেশটির সামরিক বাহিনী।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম কায়েদ ফারহান আলকাদি।

বয়স ৫২ বছর। গাজার সীমান্তবর্তী কিবুতজ এলাকায় তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন।  

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি জানিয়েছেন, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ফারহানকে উদ্ধার করা হয়। এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।  

গাজায় যুদ্ধের শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক চারটি পৃথক অভিযানে জীবিত উদ্ধার হওয়া অষ্টম জিম্মি আলকাদি। তবে তিনিই প্রথম যিনি গাজার নীচে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের ভিতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার ওই এলাকায় একটি জটিল নকশার সুড়ঙ্গব্যবস্থার খোঁজ করছিলেন। তাদের ধারণা ছিল, সেখানে বিস্ফোরকসহ হামাস যোদ্ধারা আছেন; সেই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে।

ইসরায়েলি সেনারা যখন আলকাদির সন্ধান পান, তখন তিনি একাই ছিলেন। পরে তাকে সুড়ঙ্গ থেকে বের করে আনা হয়।  

আলকাদি সেনাদের জানিয়েছেন, সুড়ঙ্গে থাকায় প্রায় আট মাস ধরে তিনি সূর্যের মুখ দেখেননি। তার সঙ্গে আরও একজন জিম্মিকে মাস দুয়েক রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা যান।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।