ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাস যাত্রীদের পরিচয় যাচাই করে ২৩ জনকে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
পাকিস্তানে বাস যাত্রীদের পরিচয় যাচাই করে ২৩ জনকে হত্যা 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসে হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।  

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় এক বিবৃতিতে এই হামালার ঘটনা নিশ্চিত করেছে।

তবে বিস্তারিত বিবরণ এখনও কেউ দিতে পারেনি।

বেলুচিস্তানের মুসাখাইল জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে সোমবার(২৫ আগস্ট) ভোরে ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে কিছু সশস্ত্র ব্যক্তি প্রথমে তাদের পরিচয় যাচাই করে। পরে তাদের গুলি করে। এতে অন্তত ২৩ জন নিহত হয়। খবর ডন

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের জানান, হামলায় নিহতরা অধিকাংশ পাঞ্জাবের বাসিন্দা। হামলার সময় অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, লুচিস্তান সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করবে, সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি থেকে পালাতে পারবে না।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা,আগস্ট ২৬,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।