ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট হাউসের ছাদে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট হাউসের ছাদে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট হাউসের ছাদে উঠে বিক্ষোভ দেখিয়েছেন। বেশ কয়েকটি ব্যনার নিয়ে তারা ছাদে ওঠেন।

তাদের একজনের মুখে শোনা যায়, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত। খবর আল জাজিরার।

সম্প্রতি ফিলিস্তিন প্রশ্নে অস্ট্রেলিয়ার এক সিনেটরকে বহিষ্কার করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছিলেন। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বিক্ষোভ হলো।

রেনেগেইদ অধিকার আন্দোলনের চার বিক্ষোভকারী কালো কাপড় পরে ভবনের ছাদে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন। তাদের হাতে ছিল বিশাল বিশাল সাদা-কালো ব্যানার। একটিতে লেখা ছিল, চুরি হয়ে যাওয়া জমিতে কোনো শান্তি নেই।

এক বিক্ষোভকারী মেগাফোনে উচ্চ শব্দে ভাষণ দিচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েল সরকারকে দায়ী করেন। অস্ট্রেলীয় সরকারেরও সমালোচনা করেন তিনি।  

তিনি বলেন, আমরা অস্ট্রেলিয়া সরকারকে বলে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের মুখোশ খুলে দেওয়ার পাশাপাশি তাদের প্রতিরোধ করা অব্যাহত রাখব।

পুলিশ লোকেদের ভবনের মূল প্রবেশদ্বারে সরাসরি বিক্ষোভের মধ্যে যেতে বারণ করে। ছাদে অনেকে উঠে গেলে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমস প্যাটারসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এটি পার্লামেন্টের নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।