ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পেরু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পেরু

পেরুতে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। শুক্রবার মধ্য পেরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

খবর এনডিটিভির।

জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, অ্যাটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে মাত্রা কম থাকলেও পরে তা বাড়ে।  
 
সংস্থাটি বলছে, ভূমিকম্পটির কেন্দ্রের কাছাকাছি এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বিভিন্ন উপকূলের জন্য বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস দিলেও পরে জানায়, ঝুঁকি কেটে গেছে।

এটি জানায়, এ ভূমিকম্পে সুনামি হওয়ার আর কোনো ঝুঁকি নেই।  

প্রায় ৩৩ মিলিয়ন জনসংখ্যার পেরু তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত। এটি আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবল ভূমিকম্পপ্রবণ বিশাল এলাকা।  

প্রতি বছর পেরুতে শত শত ভূমিকম্প শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।