ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ঝড়ে ভেঙে পড়ল বিশাল বিলবোর্ড, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ১৩, ২০২৪
মুম্বাইয়ে ঝড়ে ভেঙে পড়ল বিশাল  বিলবোর্ড, বহু হতাহতের শঙ্কা

মুম্বাইয়ের ঘাটকোপারে ধূলিঝড়ে ভেঙে পড়েছে বিশালাকৃতির একটি বিলবোর্ড। সোমবার সন্ধ্যার দিকে সেখানকার এক জ্বালানি স্টেশনে বিলবোর্ডটি ভেঙে পড়ে।

 

এর নিচে বহু মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায় ৩৫ জন আহত হয়েছেন, ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।

বিলবোর্ডটির অবস্থান ছিল জ্বালানি স্টেশনের বিপরীতে। ছবিতে দেখা যায়, অবকাঠামোটি ঠিক জ্বালানি স্টেশনের ওপর গিয়ে পড়েছে।  

বিলবোর্ডের ধাতব কাঠামো জ্বালানি স্টেশনে থাকা বেশ কয়েকটি গাড়ির ছাদ ভেদ করে গেছে।  

পুলিশ বলছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল ঘটনাস্থলে রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তারা তা খতিয়ে দেখছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস এক্স হ্যান্ডলে এক পোস্টে লেখেন, রাজ্য সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।

শক্তিশালী ধূলিঝড় মুম্বাইয়ে পরিবহন ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে, গাছসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে ফেলে। অনেক জেলায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। ঝড়ের সময় আকাশ পুরো কালো হয়ে যায়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশের ছবি ও ভিডিও পোস্ট করেছেন।  

আকাশ কালো হয়ে যাওয়ায় ট্রেন, মেট্রো নেটওয়ার্ক ও বিমানবন্দরের পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।