ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোভিশনে ইসরায়েলি গায়িকা, সুইডেনে ব্যাপক প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ১০, ২০২৪
ইউরোভিশনে ইসরায়েলি গায়িকা, সুইডেনে ব্যাপক প্রতিবাদ

ইভেন্টের নাম ইউরোভিশন সং কনটেস্ট। গানের এ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের আগে হাজার হাজার মানুষ সুইডেনের মালমোতে পথে নামেন।

তার মধ্যে পরিবেশ নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও ছিলেন।

প্রতিবাদের কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের প্রতিযোগী এডেন গোলান তার গান হ্যারিকেন গেয়ে ভোটে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছান।

সুইডেনের মালমোতে প্রতিযোগিতাটি হচ্ছে। সেখানে প্রতিযোগিতাস্থলের চারপাশে কংক্রিটের ব্লক বসানো হয়েছে। অনেক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, প্রতিবাদকারীদের মিছিল শান্তিপূর্ণ ছিল। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকার রংয়ের স্মোক ফ্লেম জ্বালান। তারা ইসরায়েলবিরোধী স্লোগান দেন।

মিছিলের উদ্যোক্তারা জানান, তারা শনিবার ফাইনালের আগে আবার মিছিল করবেন।
 
এদিকে ইসরায়েল সরকার তাদের দেশের নাগরিকদের সাবধান করে দিয়ে বলেছে, তাদের ওপর আক্রমণ করা হতে পারে। তারা যেন সতর্ক থাকেন।

এডেন গোলান যখন ড্রেস রিহার্সাল দিচ্ছিলেন, তখনই বিদ্রূপধ্বনি শোনা যাচ্ছিল।

গানের এই প্রতিযোগিতার উদ্যোক্তা হলো ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। তারা জানায়, ইসরায়েল-হামাস লড়াইয়ের পর ইসরায়েলের প্রতিযোগীকে নেওয়া নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

গোলানকে তার গানের নামও বদল করতে হয়েছে। প্রথমে তার গানের নাম ছিল- অক্টোবর রেইন। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করে। এর সঙ্গে মিল থাকায় গোলানকে তার গানের নাম বদল করতে বলা হয়।

ইবিইউ জানায়, ইউরোভিশন হলো অরাজনৈতিক সংগঠন। কিন্তু সমালোচকরা বলছেন, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয়নি। এ বছরের প্রতিযোগিতায় ফিলিস্তিনি পতাকাও নিষিদ্ধ করা হয়েছে।

ডয়চে ভেলে অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।